আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার পিছনের ইতিহাস - যে ইতিহাস কেউ বলেনা - শেষ পর্ব - Where Truth is Exposed

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, July 4, 2018

আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার পিছনের ইতিহাস - যে ইতিহাস কেউ বলেনা - শেষ পর্ব

(প্রথম পর্বের পর)
....এই দেশে এমন একটি শ্রেণি গড়ে তুলতে হবে, যারা ভারতবর্ষে ব্রিটিশ শাসক ও শাসিতের মধ্যে দোভাষীর কাজ করবে। এরা রক্ত-মাংসের গড়নে ও দৈহিক রঙে ভারতীয় হবে বটে; তবে রুচি, নীতিবোধ ও বুদ্ধির দিক থেকে হবে খাঁটি ইংরেজ। ’
(সূত্রঃ woodrow, Macaulay's Minutes on Education in India-1862 : Translated by Abdul Maudud.)
এই কথাটি আরও একবার পড়ুন। গেঁথে রাখুন মনে। কারণ, বৃটিশদের মূল উদ্দেশ্য ছিলো এটি।
তারা এখানে এমন একটি শিক্ষানীতি প্রণয়ন করেছিলো -
★যেখান থেকে বৃটিশদের অনুগত প্রজন্মের উদ্ভব হয়েছিলো।
★ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদহীন আপোষকামী মুসলিম তৈরি হয়েছিলো।
★ ইসলামের ভুল ব্যাখ্যা পাওয়ার দরুন একটা "সেক্যুলার" শ্রেণীর সৃষ্টি হয়েছিলো।
★ দুনিয়ার প্রতি মোহাবিষ্ট জনগোষ্ঠী তৈরি করা হয়েছিলো যাদের নিকট ইহলৌকিক স্বার্থ ছিলো সর্বাগ্রে।
বৃটিশদের উদ্দেশ্য কি সফল হয়নি?
হ্যা। সফল হয়েছে। সফল হয়েছিলো। একটু চোখ বুঁজে হিসাব কষলেই বুঝতে পারবেন। ইতিহাসের পাতায় চোখ বুলালে দেখতে পারবেন।
চলুন, আবার একটু ইতিহাসে ফিরে যায়। দেখে আসি কওমীদের ইতিহাস যারা বৃটিশদের কূটচাল বুঝতে পেরে কওমী মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন।
১৮৫৭ সালে ঐতিহাসিক সিপাহি বিপ্লবে ৩৪ জন শীর্ষস্থানীয় আলেম ঐক্যবদ্ধভাবে ব্রিটিশদের প্রতিরোধের ডাক দেন। ব্রিটিশদের কবল থেকে মুক্ত হয়ে ভারতের স্বাধীনতাই ছিল এর মূল লক্ষ্য। ব্রিটিশদের বিরুদ্ধে অপ্রতিরোধ্য আন্দোলন করে তাদের ভারতবর্ষ থেকে বিতাড়িত করেছেন কওমি মাদ্রাসার আলেমরা।
ইতিহাস সাক্ষ্য দেয়, ব্রিটিশবিরোধী আন্দোলনে বালাকোটের ট্র্যাজেডির আগে সাড়ে ৫৭ হাজার (৫৭ হাজার ৫০০) আলেম শাহাদাতবরণ করেছেন। (সূত্র : গোলাম আহমাদ মোর্তজা, ইতিহাসের ইতিহাস, মুন্শী মোহাম্মদ মেহেরুল্লাহ রিসার্চ একাডেমি, চতুর্থ সংস্করণ, জুলাই-২০০৯)
আর বালাকোটের ট্র্যাজেডির পর আজাদি আন্দোলনের লড়াকু ১৪ হাজার আলেমকে ফাঁসি দেয় জালিম ইংরেজরা। (সূত্র : জিয়াউর রহমান ফারুকির ভাষণ, যাঁদের ত্যাগে এ দেশ পেলাম)
_________________________________
(বিঃদ্রঃ এটা ইতিহাস। বর্তমানের সাথে মিলাবেন না। কারণ, অনেকেই বলতে পারেন, কওমীরা তাহলে এখন করছেটা কী? তারা কি আসলেই কিছুই করছে না? সেটা না হয় অন্য একদিন আলোচনা করা যাবে।)

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages